ইউটিউবের ভিডিও তৈরি কিংবা অনলাইন ক্লাস অথবা মিটিং সব জায়গা গুরুতবপূর্ণ একটি এলিমেন্ট হলো অডিও। আপনারা ভিডিও এর অডিও যদি সুন্দর নাহয় তাহলে ইউটিউবে ভিডিও ভাইটাল হবে না । কিংবা কোনো কিছু রেকডিং করলে সাউন্ড যদি ক্লিয়ার না হয় তাহলে সেটি সুমধুর হয় না । কিন্তু আমরা সাধারনত মোবাইল ফোনের বিল্টইন মাইক্রোফোন অথবা earphone বা হেডফোন লাগিয়ে রেকর্ড করি । কিন্তু এইগুলো ব্যাবহার করলে ভিডিও তে অনেক নয়েস চলে আসে সেইটা কারো কাম্য নয়। তাই আমাদের প্রয়োজন অল্প খরচে একটি পারফেক্ট microphone। কম বাজেটের মধ্যে Boya BY M1 একটি পারফেক্ট microphone। আজকের ভিডিও তে আমরা এই মাইক্রোফোন এর আনবক্সিং করবো এবং সাউন্ড টেস্ট করবো । বাইরে এটির দাম ৮০০-৯০০ টাকার মধ্যে কিন্তু এখন অফারে আমি এটি কিনেছি মাত্র ৭০০ টাকায়। আপনারা ৬৫০-৭৫০ এর মধ্যে পেয়ে যাবেন এবং এগুলো অরজিনাল কিনা সেইটাও টেস্ট করে আমরা দেখবো । সেই জন্য সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন । এবং ভিডিও ভালো লাগল লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন । সো টাইম ওয়েস্ট না করে চলুন শুরু করা যাক ।
এআমাদের বক্স এর উপরে আপনার জাস্ট একটি Boya Logo থাকবে এবং এটি Orginal কিনা সেটা চেক করার জন্য উঠিয়ে নিয়েছে পরবর্তী দেখাবো কিভাবে আপনার চেক করবেন. পিছনে আপনাকে কে ফিচারস রয়েছে সেগুলো দেখা হবে এবং রয়েছে গ্লোবাল ব্র্যান্ডের স্টিকার যদি আপনার এমন এটি যদি আপনার অরজিনাল হয়ে থাকে এবং অথেন্টিক হয়ে থাকে বাংলাদেশ অফিশিয়াল ভাবে এসে থাকে তাহলে অবশ্যই গ্লোবাল ব্র্যান্ডের আপনারই ঠিক থাকবে.. এখন আমরা এই ব্যাগটি খুলে দেখেছে ব্যাগের ভেতর কি কি রয়েছে...
তো ব্যাগের ভেতরে আমাদের মাইক্রোফোন টি, একসাথে সকল কিছুর রয়েছে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ক্লিপ... ক্লিপটি আপনার সাথে ইউজ করতে পারবেন এবং সাথে রয়েছে একটি 1/4 কনভার্টার । একটি সিলিকা ,এটি আপনাকে কোন প্রকার অথবা কোন অন্য কোন থেকে রক্ষা করবে এটি আপনার সর্বদা ব্যাগের ভিতর রেখে দেবেন তাহলে কোনো পোকামাকড় ব্যাগের ভেতর আসবেনা । সেটি আপনাদেরকে দেখাবো কিভাবে ইনসার্ট করতে হয়.
এজন্য আমাদেরকে কিউআর কোড অ্যাপ ওপেন করতে হবে তার কিউআর কোড রিডার ওপেনকরতে হবে তোমরা আমাদেরকে বারকোড রিডার অ্যাপ টি ওপেন করে নিচ্ছি.
Read more:
0 Comments