What is SAR Value ? মোবাইলের সার ভ্যালু কি ? এতে কি কি রোগ হয় ?

কিছু কিছু মোবাইলে দীর্ঘক্ষণ মোবাইলে কথা বললে  আমাদের মাথাব্যাথা করে।  এটা হয় মূলত ফোন থেকে নির্গত রেডিয়েশনের জন্য।  কিছু মোবাইল বেশি পরিমাণে রেডিয়েশন নিঃসরণ করে আবার কিছু মোবাইল কম পরিমাণ রেডিয়েশন নিঃসরণ করে।  কোন মোবাইল কত পরিমাণ রেডিয়েশন নিঃসরণ করছে সেটা বোঝা যায়। ওই মোবাইলের  SAR Value দ্বারা।


 তাহলে প্রথমে জেনে নিই যে 

স্যার ভ্যালু কি ?

SAR = Specific absorption rate .SAR is a measure of the rate of (radiofrequency) energy absorption by the body from the source being measured . 


SAR হল পরিমাপ করা উৎস থেকে শরীর দ্বারা শক্তি শোষণের হারের (রেডিও ফ্রিকোয়েন্সি) একটি পরিমাপ একক ।
অর্থাৎ একটি মোবাইল থেকে কত পরিমাণ রেডিও ফ্রিকোয়েন্সি আমাদের শরীর গ্রহণ করে তার পরিমাণ হলো SAR Value . 
 এই সার্ভে লু এর মাত্রা FCC (Federal Communications Commission) দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। নিচের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে  এই বিষয়ে সকল ধরনের টেকনিক্যাল তথ্য জানতে পারবেন 


নিচের ভিডিওতে আমাদের SAR Value সম্বন্ধে সকল আলোচনা করা রয়েছে। আপনি যদি এই আর্টিকেলটি পড়তে না চান তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখলে আপনি সারবেন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। 








 তাহলে স্যার ভ্যালু দরকার কেন?

মোবাইল নেটওয়ার্ক কীভাবে কাজ করে? প্রথমে টাওয়ারে একটি তরঙ্গ পাঠায় এবং সেখান থেকে তরঙ্গ আবার ফিরে আসে। এ ভাবে মোবাইল এবং টাওয়ারের মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক কাজ করে। যদি মোবাইল কোনো তরঙ্গ না পাঠায় তাহলে মোবাইলে কোনও নেটওয়ার্ক পাবে না। আবার সেই তরঙ্গের পরিমাণ যদি বেশি হয়ে যায়, তাহলে সেটি আমাদের ব্রেনে। এমনকি শরীরে ক্যানসার পর্যন্ত ঘটাতে পারে।
তাই এই রেডিও তরঙ্গ নিঃসরণ আমরা বন্ধ করতে পারব না।  কিন্তু, নির্দিষ্ট পরিমাণে  নেটওয়ার্ক তরঙ্গ আমাদের শরীরের কোনও ক্ষতি করে না। তাহলে জেনে নিই নেটওয়ার্ক তরঙ্গ  পরিমাণ  কত হলে  আমাদের শরীরের জন্য ক্ষতিকর ?

অনুমোদিত সর্বোচ্চ SAR Value  কতো ?

আমেরিকান স্ট্যান্ডার্ড অনুযায়ী মোবাইল এর SAR Value এর সীমা হলো প্রতি কেজিতে সর্বোচ্চ ১.৬ ওয়াট। আবার, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী তারা ১০ গ্রাম মানব টিস্যুকে নিয়ে টেস্ট করে, তখন SAR ভ্যালুর সর্বোচ্চ সীমা প্রতি কেজিতে সর্বোচ্চ ২ ওয়াট পর্যন্ত ঠিক থাকে ।
 তাহলে কোন মোবাইলের স্যার ভ্যালু যদি 1.6 থেকে 2.0 এর মধ্যে হয় তাহলে সেটি নিরাপদ।
কিন্তু এখানে আবার স্যার ভ্যালু দুই ভাগে ভাগ করা হয়। একটি হল হেড স্যার এবং অন্যটি বডি স্যার ।  

হেড স্যার এবং বডি স্যার কি ঃ

 আমরা যখন মোবাইলে কথা বলি তখন মোবাইল আমাদের কানের কাছে অর্থাৎ মাথার অনেক কাছে থাকে। আবার সাধারণ ভাবে যখন ব্যাবহার করি তখন এটি হাতে থাকে অথবা আমাদের পকেটে থাকে। তাই তখন এটি বডির কাছে থাকে । মাথার কাছে থাকলে সেটি ক্ষতির পরিমাণ বেশি হয়। তাই মাথা এবং দেহের অন্য অংশের জন্য আলাদা ভাবে সার ভ্যালু আলাদা দেওয়া রয়েছে। 

 কীভাবে SAR Value চেক করবেন?

 যে কোনও মোবাইলে স্যার ভ্যালু চেক করার নিয়ম খুবই সোজা। আপনার মোবাইল ফোনে ডায়াল প্যাডে গিয়ে অর্থাৎ আপনি যেখান থেকে কাউকে ফোন করেন সেখানে গিয়ে ডায়াল করুন  *#07# . 



যদি এই সিস্টেম কাজ না করে তাহলে আপনার মোবাইলের মডেল লিখে গুগলে সার্চ করলে GSMArena.com ওয়েবসাইট চলে আসবে। সেখান থেকে নিচের দিকে আপনি দেখতে পারবেন।


 কিন্তু এই বিষয়ে চিন্তার তেমন কোনও কারণ নেই। কারণ বর্তমানে যে সকল স্মার্টফোন তৈরি হয় সেগুলো এই মানের মধ্যই থাকে ।

এর থেকে বাচাঁর উপায় কি ? 

 আপনি ইচ্ছা করলে যে কোনও ফোনের রেডিয়েশন থেকে বেরিয়ে যেতে পারবে না। আপনি যদি মোবাইল ফোন ব্যবহার নাও করে থাকেন আপনার আশেপাশের যে কোনো মোবাইল ফোন থেকে রেডিয়েশন ছড়াবে। এমনকী আপনার এলাকায় যে মোবাইল টাওয়ার রয়েছে সেটি থেকে প্রতিনিয়ত আপনার রেডিও ফ্রিকোয়েন্সি ছড়াবে।  যেগুলো আপনার কাছে মোবাইল না থাকলেও আপনার বডিতে ব্যবহার করছে। 
 এটা যে শুধুমাত্র মোবাইল ফোনের ক্ষেত্রে তেমনটা নয়। যেকোনও ডিভাইস যেগুলো ব্লুটুথ ওয়াই ফাই কিংবা যে কোনও ধরনের নেটওয়ার্ক ব্যবহার করে থাকে সেগুলো কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর। তাই কোনও ডিভাইস কেনার আগে অবশ্যই সেটির  sar value কত সেটা আমাদের জানতে হবে। প্রতিটি ডিভাইসের অফিসিয়াল ওয়েবসাইট এ ধরনের সকল ডিটেলস দেওয়া থাকে। 






FCC LINK: Click Here 

Post a Comment

1 Comments

  1. Bojena se bojena serial er link ta deban plz plz plz plz plz plz plz plz plz plz

    ReplyDelete