How to get Free domain 2023
Freenom থেকে ডোমেইন নেওয়ার জন্য অনেকেই চেষ্টা করে থাকেন কিন্তু নিতে পারেন না । এটি অনেক আগে নেওয়া যেত কিন্তু এখন ঠিক ভাবে নেওয়া যায় না এজন্য কিছু টেকনিক অবলম্বন করতে হয় । যাতে আপনি একটি নিতে পারেন আজকে আমরা সেই নিয়ে আলোচনা করবো দেখবো কিভাবে আপনি প্রিনন থেকে সহজেই ডোমেইন নিতে পারবেন । ডোমেইন না নেওয়ার অন্যতম কারণ হচ্ছে কি আপনার আইপি অ্যাড্রেস, আপনি যদি বাংলাদেশ থেকে অথবা ইন্ডিয়া থেকে ভিজিট করেন সেক্ষেত্রে আপনাকে ডোমেইন সহজে দেওয়া হয় না । কিন্তু আপনি যদি Uk / US থাকে আপনি যদি কানেক্ট করেন সেক্ষেত্রে আপনি এটি পেয়ে যেতে পারেন । প্রথমে আপনার আইপি অ্যাড্রেস পরিবর্তন করতে হবে তারপর আপনি কি এপ্লাই করতে হবে । সেজন্য আপনাকে আপনার আইপি অ্যাড্রেস পরিবর্তন করার জন্য ভালো একটি ভিপি এন ব্যবহার করতে হবে।আপনি আপনার ইচ্ছামতো যেকোনো ব্যবহার করতে পারেন কিন্তু আমি খোলা ভিপিএন ব্যবহার করার পরামর্শ দিব ।
আপনাকে প্রথমেই ডাউনলোড করতে হবে তারপর আপনি UK /US যেকোনো একটা সার্ভার কানেক্ট করতে হবে । যদি এটি না হয় তাহলে আপনি অন্য একটি V P N ডাউনলোড করে সেটি দেখতে পারেন
।
এরপর আপনি নিয়মমতো একাউন্ট করবেন করবেন । অ্যাকাউন্ট ওপেন করার সময় অবশ্যই ইউকের অ্যাড্রেস দিবেন । এবং চেষ্টা করবেন যদি একটা হয়ে যায় তাহলে একটা অ্যাকাউন্ট থেকে অনেকগুলো ডোমেইন নেওয়ার তাহলে রিক্স কম থাকবে । আর যদি নিতে না পারেন তাহলে ব্রাউজারের ডাটা ক্লিয়ার করে আবার অন্য একটি ভিপিএন কানেক্ট করে ট্রাই করবেন ।
আর নেওয়ার সময় অবশ্যই এক বছরের জন্য নিবেন যাতে পরবর্তীতে রিনিউ করতে না হয় ।
আপনাদের বুঝতে যাতে অসুবিধা না হয় সেজন্য ভিডিও দিয়েছি আপনারা সেখান থেকে দেখে করে নিতে পারবেন
At 1st install Hola VPN from below link. Then connect UK server .
Hola VPN: https://hola.org/
For Google Chrome: https://chrome.google.com/webstore/detail/hola-free-vpn-proxy-unblo/gkojfkhlekighikafcpjkiklfbnlmeio?hl=en
আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলোঃ
মহাভারত ডাউনলোড করার লিংকঃ
https://www.youtube.com/watch?v=f4d0s542c8g
ফোনের সার ভ্যালু কি এবং মাত্রা কতো হলে এতে কী কী রোগ হয়? জানতে আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখে আসুন ? 👇
https://www.youtube.com/watch?v=z-Hy4zFePmM
টাক্সবারে বারে নিয়ে স্পিড মিটার চালু করার উপায় 👇।
তাহলে আমাদের ফেসবুক গ্রুপে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লিংকঃ
0 Comments