ফ্রিল্যান্সিং কি ? ফ্রিল্যান্সিং করে কি হাজার হাজার ডলার ইনকাম করা যায় ? হাজার হাজার ডলার ইনকাম করতে হলে কি কি জানতে হবে ? এটি করতে হলে কি সুপার কম্পিউটারের প্রয়োজন ? কি করলে ফ্রিল্যান্সিং এ সহজে উন্নতি লাভ করবেন ? আমি অংকন দাস আপনাদের সাথে নিয়ে আজকে এই সকল প্রশ্ন এর উত্তর খোঁজার চেষ্টা করবো এই পোস্টে । এটি তাদের জন্য যারা ফ্রিল্যান্সিং নিয়ে কিছুই জানেন না । কিন্তু আগেই বলে নিচ্ছি যে এটি সহজ ভাষায় গল্পের মতো করে লিখবো, কোন জায়গা থেকে কপি করবো না অর্থাৎ এটি সম্পুর্ণ সাধু ভাষায় বা বই এর ভাষায় হবে না, আমি যেইটা জানি সেইটা আমার মতো করে লিখবো । এতে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি স্কিল ডেভলপমেন্ট নিয়ে অনেক গুলো পার্ট করবো যদি আপনাদের সমর্থন পাই । কিন্তু কেউ এই লেখা কপি করবেন না ।সম্পুর্নটা পড়ুন , যদি ভালো লাগে শেয়ার করতে পারেন । আর এটা আমার প্রখম লেখা আমার যেসব বড় ভাই এখানে আছেন বা যারা এই বিষয়ে ভালো জানেন তারা আমার ভুলগুলো ধরিয় দিলে অনেক উপকৃত হবো ।
🟥🟩🟦আচ্ছা সবকিছু বাদ দিয়ে চলুন আগে জেনে নিই ফ্রিল্যান্সিং কি, কারন অনেকেই এই বিষয়টি বুঝতে পারেন না । যার কারনে অনেকে ভূল বুঝায়ে আপনাদের কে বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি করায়ে টাকা কামিয়ে নেয় , কিন্তু দিনশেষে আপনাদের কোন কাজ শেখাই হয় না। অনেকেই মনে করেন যে ফ্রিল্যান্সিং কোন একটা কাজ যেইটা কম্পিউটারে করতে হয় এবং ব্যাংকে অনলাইনে থেকে টাকা আসে । ‘হ্যা’ এটি ঠিক যে ফ্রিল্যান্সিং অনলাইনের কাজ , কিন্তু এই কাজটা কি ? এটি কম্পিউটারের সামনে বসে থেকে টাইপিং কাজ করা নাকি বড়ো বড়ো সফটওয়্যার কোম্পানিতে কাজ করা ?
ফ্রীলান্সিং শব্দের অর্থ হচ্ছে মুক্ত “পেশা” । অর্থাৎ কোন নির্দিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির আদেশ অনুযায়ী কার কাজ না করাকেই ফ্রীলান্সিং । মূলত যারা এ ধরনের কাজ করে থাকে তাদেরকে ফ্রিল্যান্সার বলা হয় । এটি যেকোন কাজ হতে পারে । যেমনঃ মনে করুন আপনি একটা নাটক বা শর্ট ফ্লিম বানাবেন এবং আপনি আমার মতো গ্রামে থাকেন , আপনার শুটিং করাও শেষ কিন্তু সমস্যা হলো আপনি এডিটিং পারেন না আর আপনার এলাকায় কোন ভালো ভিডিও এডিটর নাই । এখন আপনি কি করবেন ? আপনাকে বাইরে থেকে একজন প্রফেশনাল এডিটর কে আপনার এলাকায় আনতে হবে তাইনা ? কিন্তু আপনি ভালো এডিটর খুজে পাবেন কিভাবে ? আপনাকে পত্রিকায় অ্যাড দিতে হবে যা দেখে আপনার কাজের জন্য কেউ একজন আপনার কাছে আসবে । এইটাইতো নিয়ম তাইনা । এখন আসি এর সাথে ফ্রিল্যান্সিং এর সম্পর্ক কি । এইযে আপনি আপনার কাজ করার জন্য একজন লোক খুজেছেন এবং আপনার কাজের কখা জানতে পেরে কেউ আপনার সাথে দেখা করলো এটা যদি আপনি অনলাইনে করেন তাহলে এটাই হবে ফ্রিল্যান্সিং ।
আপনি যেমন পত্রিকায় অ্যাড দিয়েছেন সেই রকম অ্যাড দেওয়ার জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে শুধু এই অ্যাড দেওয়ার কাজ হয়, যাকে আমরা বলি মার্কেটপ্লেস । সেখানে আপনি কাজ পোস্ট করতে পারবেন এবং যারা কাজটি পারবে তারা আপনাকে কাজটি করে অনলাইনে পাঠিয়ে দিবে । কাজটি করার পরে আপনি তাকে পেমেন্ট করে দিবেন। এমনভাবে কেউ কাজ পোস্ট করলে আপনি যদি সেই কাজ পারেন সেইটা আপনি করতে পারবেন এবং তখনই আপনি টাকা আয় করতে পারবেন । তাহলে মনে করুন আপনাকে যে কাজ দিবে সে হবে বায়ার অর্থাৎ ক্রেতা , আরে আপনি কাজ করে দিবেন, আপনি হবে সেলার । মানে আপনি কাজটি করার পরে তাকে বিক্রি করে দেবে অর্থাৎ বিক্রেতা। আশাকরি এই ফ্রিল্যান্সিং বিষয়টা বুঝাতে পেরেছি ।
🟥🟩🟦আসুন এখন দেখি কি কি কাজ অনলাইনে করা হয়ঃ
বর্তমানে ছোট বড়ো প্রায় সকল কাজই অনলানে করা যায় । কিন্তু আপনাকে আগে দেখতে হবে আপনি কি কাজ ভালো পারেন। আপনি যে কাজ টা ভালো পারেন । আপনি চাইলে মার্কেটপ্লেসে সে কাজ খুঁজে বের করে ফ্রীল্যান্সিং ক্যারিযার শুরু করতে পারেন । তবে মার্কেটপ্লেসে বেশ কিছু কাজ আছে অনেক জনপ্রিয় নিচে তার একটা তালিকা দেওয়া হলো :
সার্চ ইঞ্জিন মার্কেটিং
সোশ্যাল মিডিয়া মার্কেটিং
ভাইরাল মার্কেটিং
ইমেইল মার্কেটিং
অ্যাফিলিয়েট
সি পি এ
ভিডিও মার্কেটিং
লিড জেনারেশন
ভার্চুয়াল এসিস্ট্যান্ট
টাইপিং
লেখা লেখি
ডেটা এন্ট্রি
প্রোগ্রামিং
ওয়েব ডেভেলপমেন্ট
Apps ভেলপমেন্ট
ডিজাইনিং
ইমেজ এডিটিং
ভিডিও ইডিটিং
প্রেজেন্টেশন তৈরি
আরো অনেক কাজ আছে । কিন্তু আপনাকে আগে দেখতে হবে আপনি কোন কাজ পারেন । কাজ নির্বাচন করার উপায় নিচের দিকে বলে দেবো।
🟥🟩🟦ফ্রিল্যান্সিং করে কত টাকা উপার্জন করা যায়ঃ
আমি আগেই বলেছি যে এতে অনেক কাজ আছে , তেমন সব কাজের জন্য সমান টাকা আপনি পাবেন না। এই পেশাতেই উপার্জনের কোন লিমিট নেই মাসিক উপার্জন সম্পূর্ণ নির্ভর করে আপনার উপর । আপনি ভালো ভাবে কাজ করলে মাসিক ১০,০০০+ ডলারও উপার্জন করতে পারবেন । তাহলে আপনি কতো টাকার কাজ করবেন ??
টাকা চিন্তা করার আগে আপনাকে দেখতে হবে আপনি কি কাজ পারেন কিংবা আপনি কি কাজ করতে আগ্রহী ? যদি পারেন তবে কেমন পারেন এবং আপনি কতো সময় দিতে পারবেন । বর্তমানে সবথেকে বেশি আয় হয়, ওয়েব ডেভলপমেন্ট , অ্যাপস ডেভলপমেন্ট , গ্রাফিক ডিজাইন , VFX এইসব থেকে । কিন্তু আপনার এটা দেখলে হবে না । কারন আপনার আগে দেখতে হবে যে আপনার কোন কাজটি করতে ভালো লাগে । মনে করুন কেউ আপনাকে ও আপনার বন্ধুকে বললো যে অ্যাপ তৈরি তে অনেক টাকা পাওয়া যায়, তাই শুনে আপনার বন্ধু অ্যাপ ডেভলপমেন্ট শিখতে গেছে কিন্তু তার কোডিং করতে ভালো লাগে না , ধৈর্য নাই । কিন্তু আপনি তার কথা না শুনে আপানি কন্টেট রাইটিং করা শুরু করলেন কারন আপনার টাইপিং স্পিড ভালো এবং এটি করতে আপনার বেশি ভালো লাগে । সাতদিন পরে আপনার বন্ধু কোন কাজ পেলো না কারন তার এইকাজ করতে ভালো লাগে না তাই মন দিয়ে করে না যার কারনে তাকে যে কাজ দিয়েছিল সে টাকা তো দেই নাই কারন সে কাজটা ভালো পারে নাই আরো তাকে ব্যাড রিভিউ দিয়েছে যা দেখে কেই তাকে কোন কাজ দেয়না । কিন্তু আপনি মন দিয়ে সুন্দরভাবে কাজ করেছেন এবং আপনাকে যেকাজ দিয়েছে সে খুশি হয়ে আপনাকে যে টাকা দেওয়ার কথা ছিল তার থেকে কিছু টাকা বেশি দিয়েছে টিপস হিসেবে এবং ভালো একটা রিভিউ দিয়েছে যা দেখে আরো কেউ আপনাকে কাজ দিবে । তাহলে ইনকাম কার বেশি হলো ? আপনার , তাইনা । তাই কাজ দেখে কিংবা কারো কথা শুনে কোন কাজ শেখা বা করা যাবে না । আপনার আগে নিজেকে খুজে বের করতে হবে আপনি কি কাজ করতে চান। তাহলে টাকার কথা ভাবতে হবে না ।
🟥🟩🟦ফ্রিল্যান্সিং করতে হলে কেমন কম্পিউটার লাগবে বা ফোন দিয়ে করা যাবে নাকিঃ
এটি যেহেতু অনলাইনে করা হয় তাই আপনার নেট কানেকশন থাকা লাগবে। তার মানে এই না যে হাই স্পিড এর নেট লাগবে । এটি নির্ভর করবে আপনি কি কাজ করছেন ।আপনি যদি টাইপিং করেন তাহলে আপনার হাই স্পিডের নেট সাধারনত লাগবে না আবার মার্কেটিং করতে হলে লাগবে । এটি আপনিই বুঝে যাবেন যে আপনার কেমন নেট লাগবে । এখন আসি কেমন পিসি বা ল্যাপটপ লাগবে বা মোবাইল দিয়ে হবে নাকি । আসলে এটাও সেম , আপনার কাজ করতে হলে যা দরকার আপনার সেইটা ব্যাবস্থা করতে হবে । যেমনঃ ভিডিও এডিট করতে ভালো মানের পিসি লাগবে আবার ওয়েব এর কাজ করতে প্রাথমিক ভাবে নরমাল পিসি হলেই হয় । আবার যে কাজ মোবাইল দিয়ে করতে পারবেন সেইটা মোবাইল দিয়ে করা যাবে। আর যেটা আগে লাগবে সেইটা হলো অনলাইনথেকে শেখা , এটা ওপেন রিসোর্স আপনার যেটা দরকার সেইটা সার্স করুন , ধৈর্য ধরে নিজে খুজে খুজে শেখার চেষ্টা করুন । যদি পারেন তাহলে ভেবে নিবেন হ্যা আপনি পারবেন ।
🟥🟩🟦ফ্রিল্যান্সিং করতে কেমন লেখাপড়া বা ইংরেজি কেমন জানা লাগবেঃ
এটি অনেকেই আমাকে বলে আমি লেখাপড়ায় ভালো না আমি কি ফ্রিল্যান্সিং পারবো ? আমি তাদেরকে বলি হ্যা পারবা । কারন হয়তো তুমি এইট পাস করতে পারো নাই কিন্তু তুমি ভালো ডিজাইন করতে পারো । তোমার অনেক ইউনিক ডিজাইন মাথায় আসে যেইটা অনেক ভালো স্টুডেন্ট দের নাই তাহলে তোমার চাহিদা তাদের থেকে বেশি । কিন্তু বাইরের দেশের কাজ বা অনলাইন থেকে ভালোভাবে শিখতে হলে ইংরেজি জানা লাগবে । এর মানে না অনেক ভালো ইংরেজি জানতে হবে । তুমি অন্যদের কথা বুঝতে পারলে এবং তোমার কাজ তাদের বুঝাতে পারলেই হবে । কারন যদি কাজ নাই বোঝো তাহলে করবা কিভাবে ?
🟥🟩🟦যদি আপনি কাজ পান তাহলে টাকা কিভাবে পাবেনঃ
আপনার কাজ কমপ্লিট করে ডেলিভারি দেওয়ার পর আপনার দেওয়া ব্যাংক একাউন্টে টাকা জমা হবে। তবে আপনি চাইলে টাকা উত্তোলনের জন্য মাস্টারকার্ডও ব্যবহার করে আমাদের দেশের এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন। যদি দেশের ভিতরে করেন তাহলে বিকাশ বা অন্য মাধ্যমে টাকা আনতে পারবেন ।
🟥🟩🟦আপনি কাজ শিখেছেন কিন্তু কাজ না পেলে কি করবেন :
সাধারণত নতুন দের কাজ পেতে একটু সময় লাগে । হতাশ হবেন না ,আপনি যদি কাজ না পান।কাজের আশায় বসে না থেকে প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করুন নিজের দক্ষতা বাড়ান । নিয়মিত সময় দিলে আশা করি আপনিও খুব তাড়াতাড়ি কাজ পাবেন। কিন্তু কাজ না জেনে মার্কেটপ্লেসে গেলে আপনি ভুল করবেন । কারন আপনি ভালো কাজ না জানলে অনেক কষ্টকরে কাজ পাওয়ার পর না করতে পারলে আপনার ব্যাড রিভিউ আসবে যার জন্য পরে কাজ পেতে সমস্যা হবে।
🟥🟩🟦কিন্তু আমি আবারো বলছি আমাকে জিজ্ঞাসা করে কোন লাভ নাই যে কোন কাজ শিখবো । আগে আপনাকে বুঝতে হবে আপনি কি চান । তার পরে আমাকে বলুন যে এই কাজ করতে হলে আমাকে কি জানতে হবে বা আমি কেথায় শিখবো । তবে আমি আপনাকে একটা সাজেশন দিতে পারবো। নাহলে আমি যদি আপনাকে সাঁতার কেটে নদি পার হতে বলি কিন্তু আপনি পানিকে ভয় পান , তাহলেতো ডুবে মারা যাবেন তাইনা ।
তো আজ এখানে শেষ করছি আমার লেখা প্রথম পর্ব । সামনে ভিডিও কনন্টে করার ইচ্ছা আছে তার স্ক্রিপট এটি । যদি আপনারা চান সামনে আমি ওয়ের ডেভলপমেন্ট শেখার গাইডলাইন নিয়ে আলোচনা করবো। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এতো কষ্ট করে সম্পুর্ন পোস্ট পড়ার জন্য । এটি আমার প্রথম চেষ্টা তাই কোন বানান ভুল হলে আমাকে কমেন্ট করে জনান আর কোন ভুল হলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ।
👀 👀
Ankan Das
Computer Science & Engineering
North Western University, Khulna
💥💥টেকনোলজি নিয়ে আপনার কোন প্রশ্ন থাকলে অথবা মোবাইল / পিসি / অনলাইন আয় নিয়ে কিছু জানার থাকলে এখনই সেটা আমাদের Tech Poribar গ্রুপে পোস্ট করুন, আমরা দ্রুত সমাধান করার চেষ্টা করব।
ফোনের সার ভ্যালু কি এবং মাত্রা কতো হলে এতে কী কী রোগ হয়? জানতে আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখে আসুন ? 👇
https://www.youtube.com/watch?v=z-Hy4zFePmM
টাক্সবারে বারে নিয়ে স্পিড মিটার চালু করার উপায় 👇।
আমাদের FB গ্রুপের লিংক :👇
0 Comments