Netis Router setup bangla | নেটিস রাউটার সেটআপ | কিভাবে স্পিড কনট্রোল করবেন | ম্যাক ফিলটার করবেন

How to setup netis wireless router, Bangla, netis router speed control, netis router configuration Bangla video, netis router, netis router admin password, netis router to router connection,wifi router,how to reset netis router.


আপনার netis router কনফিগার করার জন্য প্রথমে  আপনার রাউটারে আছে কানেক্ট করা আছে এমন একটি পিসি অথবা মোবাইল থেকে এই 192 . 168 . 1. 1 ওয়েবসাইটে যেতে হবে। তার পর সেখান থেকে আপনারা পাসওয়ার্ড দিয়ে  ঢুকতে হবে।




 তার পরে বাম পাশ থেকে আপনার প্রয়োজনীয়  সকল সেটিংস দেখতে পারবেন।

 পাশ থেকে নেটওয়ার্ক এ ক্লিক করার পর। এমন 1:00 অপশন আসবে। এখান থেকে PPPoE  সিলেক্ট করে। নীচে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবেন। এটি আইএসপি অর্থাৎ ইন্টারনেট অফিস থেকে আপনাকে দিয়ে দেবে। 


 এখন সেভ বাটনে ক্লিক করলে আপনারা net চলে আসবে।

Wareless অপশন থেকে wareless settings  এই SSID তে আপনার ওয়াইফাই এর নাম দেবেন এবং নীচে পাসওয়ার্ডের যায় যে ওয়াফাইয়ের পাসওয়ার্ড দিবেন।


 এখন সেভ বাটনে ক্লিক করলে আপনার WIFI চলে আসবে। 

 এখন ওই নিচে যে পাসওয়ার্ড দিয়েছেন এটা দিয়ে আপনার wifi চালাতে পারবেন। চাইলেই পাসওয়ার্ড নিজে এই চেঞ্জ করতে পারবেন।

Read AMD Ryzen 7000 vs intel 13gen processor:




  আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলোঃ  


 ফোনের সার ভ্যালু কি এবং মাত্রা কতো হলে এতে কী কী রোগ হয়? জানতে আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখে আসুন ? 👇 

মহাভারত ডাউনলোড করার লিংকঃ

https://www.youtube.com/watch?v=f4d0s542c8g



 টাক্সবারে বারে নিয়ে স্পিড মিটার চালু করার উপায় 👇। 


 তাহলে আমাদের ফেসবুক গ্রুপে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লিংকঃ


🟩 যেকোনো প্রয়োজনে আমার ফেসবুক পেজে মেসেজ দিন 👇। My page Link: https://www.facebook.com/techporibarofficial 

Post a Comment

0 Comments